Showing posts with label jio. Show all posts
Showing posts with label jio. Show all posts

Saturday, October 12, 2019

Jio Has Started Charging For Voice Calls From Today

এবার থেকে জিও নম্বরের গ্রাহকদের ভয়েস কল করার জন্য টাকা গুনতে হবে। অন্য টেলি পরিষেবা প্রদানকারী সংস্থা যেমন এয়ারটেল, ভোডাফোন-আইডিয়ার কোনও গ্রাহককে জিও থেকে ফোন করলেই মিনিট পিছু চার্জ দিতে হবে। এই চার্জের হার প্রতি মিনিটে ৬ পয়সা। তবে, জিও গ্রাহক (জিও ফোন সহ) এবং ল্যান্ডলাইনে ফোন করলে কোনও চার্জ দিতে হবে না। এব্যাপারে মুকেশ আম্বানির সংস্থা জানিয়েছে, অন্য সংস্থার গ্রাহককে ফোন করলে নির্দিষ্ট হারে চার্জ করা হবে। তবে, ক্ষতিপূরণস্বরূপ সমান অর্থের মোবাইল ডেটা গ্রাহকদের দেওয়া হবে। ১০ অক্টোবরের পর রিচার্জ করলে এই নতুন ব্যবস্থা বলবৎ হবে। বুধবার এক বিবৃতি জারি করে একথা জানিয়েছে জিও।

২০১৭ সালে টেলিফোন নিয়ামক সংস্থা (ট্রাই) ইন্টারকনেক্ট ইউসেজ চার্জ বা আইইউসি (অর্থাত্ এক সার্ভিস প্রোভাইডার থেকে অন্য প্রোভাইডারে কলের খরচ) কমিয়ে দেয়। ১৪ পয়সা থেকে কমিয়ে তা করা হয় ৬ পয়সা। ২০২০ সালের জানুয়ারি থেকে এই চার্জ শূন্যে নামিয়ে আনার কথা রয়েছে। অর্থাত্ সেক্ষেত্রে জিও থেকে ভোডাফোন-আইডিয়া বা এয়ারটেলের কোনও নম্বরে ফোন করা হলে জিওকে কল বাবদ প্রতিদ্বন্দ্বী সংস্থাকে কোনও টাকা দিতে হবে না। অন্য সংস্থার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

মুকেশ আম্বানির সংস্থা আরও জানিয়েছে, জিও থেকে সমস্ত নম্বরে এতদিন কল করার জন্য কোনও পয়সা দিতে হতো না। সংস্থার তরফেই এই খরচ বহন করা হতো। তাই বিগত তিনবছরে আইইউসি বাবদ ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়াকে ১৩ হাজার ৫০০ কোটি টাকা দিতে হয়েছে জিওকে। ট্রাইয়ের পদক্ষেপের জন্য এই বিপুল পরিমাণ ক্ষতির মুখে পড়তে হয়েছে সংস্থাকে। তাই গ্রাহকদের অন্য টেলিকম সংস্থার নম্বরে ফোন করতে হলে মিনিটে ৬ পয়সা করে দিতে হবে। বর্তমানে, জিওর গ্রাহকরা শুধুমাত্র ডেটা ব্যবহারের জন্য টাকা দেন। দেশের যে কোনও প্রান্তে, যে কোনও নেটওয়ার্কে ফোন করার ক্ষেত্রে কোনও চার্জ দিতে হত না।

বুধবার থেকেই এই নয়া নিয়ম চালু করেছে জিও। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ট্রাই যতদিন পর্যন্ত আইইউসি শূন্য করে দিচ্ছে না, ততদিন এই চার্জ চালু থাকবে। তবে, গ্রাহকদের সুবিধার জন্য বেশ কিছু টপ-আপ ভাউচারও চালু করা হয়েছে। ১০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত এই টপআপ পাওয়া যাবে। এতে আইইউসি মিনিটের সঙ্গে অতিরিক্ত ডেটাও দেওয়া হচ্ছে সংস্থার তরফে। যেমন ১০ টাকার টপ-আপ রিচার্জ করলে জিও গ্রাহক অন্য নেটওয়ার্কে ১২৪ মিনিট কথা বলতে পারবেন। তার সঙ্গে মিলবে ১ জিবি ডেটাও। এছাড়া ২০ টাকার রিচার্জে ২৪৯ মিটি আইইউসি এবং ২ জিবি ডেটা পাওয়া যাবে। একইভাবে, ৫০ ও ১০০ টাকার টপ-আপের সুবিধাও থাকছে।


Jio Announcement :

" Due to the undergoing regulatory policy changes for mobile-call-related charges, Jio is compelled to recover IUC charge for NON-JIO mobile voice calls. With effect from your next recharge, post 10th October, all calls to NON-JIO mobile numbers will be charged at 6 paise/minute. You will have the option to select a suitable IUC TOP-UP voucher starting at Rs 10, that can be used to make such non-Jio calls.

This recovery of IUC will continue only until the IUC charge is made zero by TRAI. To compensate our customers for the cost of these additional IUC top-ups, we will offer additional 1 GB of data for every 10-rupee spent, ABSOLUTELY FREE. All Jio to Jio calls continue to be FREE. To continue enjoying the benefits of free calling, you may invite others to our Jio family. Thank you for your support and belief in Jio."

FOR MORE : Click On The Link

Watch The Official Statement





FOR NEW JIO PLAN : CLICK THIS